কম্পিউটার গেমে মেধাবিকাশ?


.অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির অধ্যাপক আলবার্টো পোসোর এক গবেষণার দেখা গেছে, যে তরুণেরা নিয়মিত অনলাইনে ভিডিও গেম খেলে তাদের পরীক্ষার ফল ভালো হয়। তবে যে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত, তারা সাধারণত গণিত ও বিজ্ঞানে কম নম্বর
পায়। প্রতিবেদনে পোসো লিখেছেন, ‘যে শিক্ষার্থীরা কখনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেনি, তাদের তুলনায় যারা নিয়মিত ব্যবহার করে, তারা গণিতে গড়ে ২০ নম্বর কম পেয়ে থাকে।’সন্তান যদি কম্পিউটার গেমের ভক্ত হয়, আপনার উচিত তা ভালো চোখে দেখা। গেমের যত কলাকৌশল, তা স্কুলের পরীক্ষার ফলাফলে নম্বর বাড়াতে সাহায্য করে। ফেসবুকে আসক্তির ফলাফল কিন্তু ভিন্ন—ধনাত্মকের চেয়ে সেখানে ফলটা ঋণাত্মকই বেশি।

No comments

Powered by Blogger.