হুয়াওয়ে ফোন ৫০০ থেকে পাঁচ হাজার টাকা কমে!
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন কেনার সুযোগ দিতে নিজেদের বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে। স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের যাতে বাজেট নিয়ে সমস্যায় পড়তে না হয় সেজন্য হুয়াওয়ে ওয়াই৫সি
, হুয়াওয়ে ওয়াই৬ প্রো, হুয়াওয়ে জি প্লে মিনি, হুয়াওয়ে অনার ফোরএক্স, হুয়াওয়ে ওয়াই৬ টু, হুয়াওয়ে পিএইট লাইট ও হুয়াওয়ে জিআর ফাইভ ও হুয়াওয়ে জিসেভেন প্লাস ৫০০ থেকে পাঁচ হাজার টাকা কমে পাওয়া যাবে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে ক্রেতারা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা। ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, আট গিগাবাইট রম (৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং এক জিবি র্যা মের হুয়াওয়ে ওয়াই৫সি-এর দাম ৬ হাজার ৪৯০ থেকে কমিয়ে ৫ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটিতে আছে আট মেগাপিক্সেল ব্যাক ও দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪ ওএসচালিত।
No comments