পিসি বা ল্যাপটপ-এ Windows8, Windows8.1, Windows10, Windows7 ইন্সটল করার পদ্ধতি।

ইনস্টল করার পূর্বে আপনার পিসির c-drive থেকে প্রয়োজনীয় মিউজিক, পিকচার, ভিডিও ইত্যাদি অন্য কোন drive রাখুন এবার সিডি/ডিভিডি এর ডিস্ক প্রবেশ করান এবং আপনার পিসিকে রিস্টার্ট দিন রিস্টার্ট নেয়ার পূর্বেই esc চাপুন
তাহলে দেখবেন নিচের চিত্রের মত এবং বুজবেন ইন্সটল নেয়া শুরু করেছে 
এবার নিচের চিত্রের মত আসার সাথে সাথে কীবোর্ড থেকে এন্টার/ স্পেস বার চাপুন 
এরপর boot from cd/dvd সিলেক্ট করুন নিচের চিত্রের মত আসলে ভাষা সিলেক্ট করে চাপুন 
এবার নিচের চিত্র অনুযায়ী install now বাটনে ক্লিক করুন 
কিছুক্ষণ পর সেটআপ প্রক্রিয়া শুরু হবে এবার প্রোডাক্ট কি চাইলে কি না দিয়ে next বাটনেচাপুন 
এরপর I accept the license term বক্সে ক্লিক করে next বাটনে চাপুন নিচের চিত্রের মত 
এবার  custom সিলেক্ট করে এন্টার চাপুন 
তাহলে নিচের চিত্রের মত আসবেএখান থেকে unnecessary পার্টিশন সিলেক্ট করে drive option(advanced) অপশনে ক্লিক করি এবং delete করিএরপর খালি drive সিলেক্ট করে enter চাপুন 
তাহলে নিচের চিত্রের মত আসবে এবং সবগুলো অপশন সম্পন্ন হবে, এর মাঝে পিসি রিস্টার্ট নিতে পারে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না 
সবশেষে নিচের চিত্রের মত আসলে সব ধাপে ধাপে নিজের মত করে সেটিং করে next চাপুন।
এখন কিছুক্ষণ অপেক্ষার পর স্টার্ট বাটন আসবে এবং এভাবেই ইন্সটল সম্পন্ন হবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Comment for any need.

No comments

Powered by Blogger.