নাসার অভিযান বৃহস্পতির উপগ্রহে প্রাণের খোঁজ!

  শুধু মঙ্গলগ্রহে নয়। এবার বৃহস্পতির উপগ্রহেও প্রাণের খোঁজ চালাবে নাসা। বৃহস্পতির ক্ষুদ্রতম উপগ্রহ ইউরোপা। সেখানে ইতিমধ্যেই বরফ ঢাকা পাহাড়ের খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে,ওই উপগ্রহের অন্ধকার দিকে থাকতে পারে
সমুদ্রও। সেখানে প্রাণের অস্তিস্ত্ব নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। নাসার উপগ্রহ বিশেষজ্ঞ ক্রিস জার্মান বলছেন,‘‌মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে সকলে উৎসুক। অনেক খরচও করা হচ্ছে ইউরোপা নিয়েও আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রোবট পাঠানো হোক। ইতিবাচক ফলাফল পেলে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে যাবে।’‌ ২০২০-‌র শেষের দিকে ওই উপগ্রহে অভিযান চালানোর কথা ভাবতে শুরু করেছে নাসা।

No comments

Powered by Blogger.