ভাষা পরিবর্তন করে শোনাবে হেডফোন।
বিদেশভ্রমণের সময় অভিধানঘেঁটে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গেকথা বলা বেশঝামেলাই বটে। এতে সময়যেমন বেশি লাগে, তেমনি কথা বলাওঠিকমতো হয়ে ওঠেনা।কানে পরার উপযোগীছোট হেডফোনটি মোবাইলে থাকাএ্যাপের সাহায্যে তাৎক্ষণিক অনুবাদকরে শোনাতে পারে। অর্থাৎদুটি হেডফোন কানেদিয়ে একই সঙ্গেভিন্ন ভাষাভাষী দুজনব্যক্তি কথা বলারসুযোগ পাবেন। এর নামপাইলট আরবার্ডস। এক জোড়াহেডফোন কিনতে গুনতেহবে ২৫০ থেকে৩০০ ডলার।
সূত্র: বিবিসি
No comments