গুগলের নতুন স্মার্টফোনে যা যা ফিচার থাকবে

Image result for google new phoneImage result for google new phone with girl
অক্টোবরের ৫ তারিখ বাজারে আসছে গুগলের নতুন স্মার্টফোন। এই ফোন দুটির নাম পিক্সেল এবং পিক্সেল এক্সএল। তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি এগুলো বাজারজাত করবে।

ইতিমধ্যে স্মার্টফোন দুটি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। নতুন কী ফিচার থাকতে পারে সেগুলো নিয়ে চলছে আলোচনা। চলুন দেখে নেওয়া যাক কী থাকবে গুগলের এই স্মার্টফোন দুটিতে-
স্ক্রিনের আকার: গুগল পিক্সেল এবং পিক্সেল এক্সএল স্মার্টফোন দুটির স্ক্রিনের আকার হবে যথাক্রমে ৫ এবং ৫ দশমিক ৫ ইঞ্চির। দুটি ফোনের ডিসপ্লেই অ্যামোলেড ডিসপ্লে। এগুলোতে অ্যান্ড্রয়েড নুগাট ব্যবহার করা হয়েছে।
পানিরোধক নয়: সম্প্রতি বাজারে আসা আইফোন-৭ এর অন্যতম আলোচিত ফিচার হলো এটা পানিরোধক। তবে আলোচিত এই ফিচারটি গুগলের ফোনগুলোতে থাকছে না।
সর্বশেষ কোয়ালকম প্রসেসর: স্মার্টফোন দুটি কোয়ালকমের সর্বশেষ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮২১ দিয়ে পরিচালিত। এটা ফোনের কার্যক্ষমতাকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে।
৩২ গিগা স্টোরেজ: পিক্সেল এবং পিক্সেল এক্সএল -এর মূল স্টোরেজ ক্ষমতা থাকবে ৩২ গিগা। এগুলোর র‍্যাম থাকবে ৪ গিগা।
ক্যামেরা: গুগলের দুটি স্মার্টফোনেরই ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। অনেক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-৭ এর মতো এতেও ডুয়াল-লেন্স ক্যামেরা থাকবে।

No comments

Powered by Blogger.