আপনার ফেচবুক আকাউন্ট অন্যকেউ অন্যকোন ডিভাইসে চালাচ্ছে কিনা দেখুন।

আধুনিকতার নিত্য অনুষঙ্গ ফেচবুক। ভালো খারাপের মিশেলে ফেচবুকের ব্যবহার করে বর্তমান প্রজন্মের প্রায় সবাই। অনেকাংশে ফেচবুক আমাদের জন্য বিপদও ডেকে আনে আমাদেরই ভুলে।
এরকম ভুলের মধ্যে অন্যের ফোনে বা পিসিতে ফেচবুকে লগইন করা। আর প্রয়োজন শেষে লগআউট না করলেই পড়তে পারি বিপদে।
এখান থেকে জানতে পারবেন কেউ আপনার আইডিতে লগইন হয়ে আছে কি না।



স্মার্টফোনের জন্য ট্রিক্সঃ
  • প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপটি ওপেন করুন
  • সেখান থেকে চলে যান অ্যাপ সেটিংসে
  • এরপর অ্যাকাউন্ট সেটিংস
  • সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগইন
  • সেখানে গেলে দেখা যাবে where you’re logged in নামে একটা সেকশন। সেখানে ঢুকলেই দেখা যাবে কোন কোন ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন রয়েছে
  • সেই ডিভাইসের নামের উপর ক্লিক করলে লগআউট অপশন আসবে। নীচে আসবে Log out of all sessions। সেখানে গেলে যে যে ডিভাইসে সেই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন থাকবে সেই সব ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে
পিসির জন্য ট্রিক্সঃ

  • facebook.com ওপেন করুন
  • সেখান থেকে সেটিংস
  • সিকিউরিটি অ্যান্ড লগইন
  • সেখান থেকে where you’re logged in সেকশনে গেলে পেয়ে যাবেন কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন করা হয়েছে বা লগইন করা আছে 
আশা করি উপকৃত হবেন।
প্রয়োজনে কমেন্ট করার অনুরোধ থাকলো। 

No comments

Powered by Blogger.