HTML বাংলা টিউটোরিয়াল-5
আগের টিউন এ আমরা দেখেছিলাম দুই লাইন এর মাঝে কিভাবে একের অধিক ফাকা লাইন রাখা যায়।যদি আপনি এমন কন সমস্যায় পরেন যে এক লাইন এর ওয়ার্ড গুলোর মাঝে ফাকা যায়গার দরকার।তখন কি করবেন?
খুবই সহজ ব্যাপার।একটু দেখুন আজকের পার্টটা সবচেয়ে সহজ মনে হবে।
প্রথমে একটি html কোডিং লিখুন।
<html>
<head>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
Techtunese here Techtunese tutorial here Techtunese html tutorial here
</body>
</html>
আপনি <body>………………</body> এর লাইনটুকুর মাঝে যতই ফাকা রাখুন,ব্রাউজার এ এক স্পেস পরিমান ফাকা দেখাবে। দেখুন এই ফাইলটুকু সেভ করে ওপেন করলে ব্রাউজার এ কেমন দেখাবে ।
এবার আসুন কিভাবে এই সমস্যার সমাধান করবেন।আপনি লাইনে দুইটি ওয়ার্ড এর মাঝে যতবার   যোগ করবেন ,ঠিক ততবার একটি করে ফাকা জায়গা তৈরি হবে।আসুন এবার কোডিংটুকু change করে এভাবে লিখি।
<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
Techtunese here.
           
Techtunese tutorial here.            
Techtunese html tutorial here.</body>
</html>
কোডটি কিন্তু অবশ্যই নোটপ্যাড এ লিখবেন।তারপর tech.html(যেকোন নাম.html) নামে সেভ করে double click করে ওপেন করুন।
No comments