HTML বাংলা টিউটোরিয়াল-1

HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজযা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবেতা HTML  Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় ।
আজকে আমি html এর একদম বেসিক জিনিষ দেখাব।সাথে থাকবেন।
***আপনাদেরকে html এর বেসিক format টা দেখাচ্ছি।
<html>

<head>

<title>

</title>

</head>

<body>

</body>

</html>
***খেয়াল করুন সব লেখার শুরুটা হবে <html> দিয়ে আর শেষ হবে </html> এই লেখা দিয়ে।
***এই লেখার মাঝে <head> হতে </head> একটা পার্ট।আর <body> হতে </body> আরেকটাপার্ট।
***<head> হতে </head> এর মাঝে <title> আর </title> থাকে।
***আর এটা notepad এ লিখতে হবে।note pad এর জন্য start menu হতে notepad লিখে সার্চ দিতে হবে ।
*** তারপর তা যেকোন নাম তারপর একটা ডট দিয়ে html লিখে সেভ করতে হবে।যেমনঃtech.html
***আসুন একটা example দেখি।
<html>

<head>

<title>

techtunese

 </title>

</head>

<body>

Techtunese html tutorial.
</body>

</html>
***এটা নোটপ্যাড এ লিখে tech.html নামে সেভ করুন।
***তারপর যেখানে সেভ করেছেনসেখানে গিয়ে double click করে ওপেন করুন।
আপনার web page তৈরি হয়ে গেছে।

No comments

Powered by Blogger.