৬ জিবি র্যামের প্রথম ফোন আনলো স্যামসাং।
গ্যালাক্সি  নোট ৭ এর শোক ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া স্যামসাং দুর্দান্ত এক ফোন উন্মোচন  করেছে। এটি প্রতিষ্ঠানটির ৬ জিবি র্যাঘমের প্রথম ফোন, যার নাম 'গ্যালাক্সি  সি৯ প্রো'। এতে আরেকটি চমক হিসেবে জুড়ে দেয়া হয়েছে
১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
চীনের বাজারের জন্য ফোনটি উন্মোচন করেছে স্যামসাং। দাম রেখেছে বাংলাদেশি মুদ্রায় প্রায়  ৩৭ হাজার টাকা।
ফোনটিতে  থাকছে ডুয়াল ফোরজি সিম স্লট, অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো, স্ন্যাপড্রাগন  ৬৫৩ অক্টাকোর চিপসেট। যার চারটি কোর ১.৯৫ গিগাহার্টজ ক্লকড, বাকিগুলি ১.৪  গিগাহার্টজ। স্ক্রিন ৬ ইঞ্চি অ্যামোলিড, ফলে ডিভাইসটিকে ফোন না বলে  ফ্যাবলেটও বলতে পারেন। 
৬ জিবি RAM থাকছে আগেই বলেছি, আরও থাকছে ৬৪ জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে কার্ড স্লট।
ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অল্প আলোয় ভাল ছবি তুলতে পারে এই ক্যামেরা, কারণ ক্যামেরাটি ছবি তোলে এফ/১.৯ অ্যাপারচারে।
গ্যালাক্সি  সি৯ প্রো-তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ ফিজিক্যাল হোম বাটন।  বিকাশমান বাজারগুলোতেও এই ফোন খুব শিগগিরই আসবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

 
 
 
 
 
 
No comments