আপনার ইউটিউব চ্যানেলের ডিলিট করা ভিডিও দেখুন{অজানা তথ্য}

সে দিন আমার এক বন্ধু ইউটিউবে একটি উৎসাহজনক (Interesting) ভিডিও খুঁজে পায়। কিন্তু যখন সে ভিডিওটি দেখতে চেষ্টা করে তখন সে দেখতে পায় যে ভিডিওটি ইউটিউবের ব্যবহার লঙ্ঘনের শর্তাবলীর দরুন ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে।

ভিডিওটি না দেখতে পেরে বেচারার মনটা খারাপ হয়ে যায়।তারপর সে আমাকে ফোন দিয়ে তার দুঃখের কথা জানালে আমি তাকে ইউ টিউবে কি ভাবে অপসারিত ভিডিও দেখতে হয় সেটা শিখিয়ে দিলাম।তারপর সে সেই Interesting ভিডিওটা দেখতে পেয়ে খুশি হয়ে আমাকে কথা দিল খুলনায় গেলে চা এবং বিড়ির বিল সে দিবে।
নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করে আপনিও এই ট্রিকসটি শিখে নিতে পারেন।

* যে অপসারিত ভিডিওটি আপনি দেখতে চান সেই পেজে যান।
* এবার ভিডিওটি আপলোডকারী (Video’s Publisher) তে ক্লিক করুন।
* এবার আপনি ডানে দেখতে পাবেন আপলোডকারী আপলোড করা সব ভিডিওর লিষ্ট।
* আপনি যে ভিডিওটি দেখতে চাচ্ছিলেন সেটা খুঁজে বার করে ক্লিক করুন এবং অপসারিত ভিডিওটি উপভোগ করুন।
* আশা করি ট্রিকসটি আপনার কাজে আসবে

No comments

Powered by Blogger.