HTML বাংলা টিউটোরিয়াল-13


একটা ওয়েব সাইটকে ব্যবহার বান্ধব করে তোলার ক্ষেত্রে লিংকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। Link এর আভিধানিক অর্থ সংযুক্ত করা। অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে অন্য একটা পেজকে যুক্ত করাই হল লিংকিং। HTML এ লিংকিং করার জন্য <a> ট্যাগ বা anchor   ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <a href="http://www
.projukticorner.blogspot.com/"> www.projukticorner.blogspot.com </a>  । অর্থাৎ যে পেজের সাথে লিংক তৈরি করতে হবে তার এড্রেস href="…………….. " এর মধ্যে লেখতে হবে, এবং লিংকে যে লেখাটি প্রদর্শন করবে তা <a href="  ">…………………..</a> এর মধ্যে লেখতে হবে।

<html>
<head>
<title> www.projukticorner.blogspot.com</title>
</head>
<body bgcolor=" green">
<a href="http://www.projukticorner.blogspot.com/"> www.projukticorner.blogspot.com </a>  <br />
<a href="http://dindupur.blogspot.com"> www.dindupur.blogspot.com </a>

</body>

</html>

No comments

Powered by Blogger.