মহাকাশের নিঃসীম শূন্যতায় ঘর !


এবার মহাকাশের বুকেই ঘর বানাচ্ছে নাসা

প্রাথমিক পরীক্ষায় ইতিমধ্যেই তারা সফলও হয়েছে। মহাকাশচারী জেফ উইলিয়ামস ৭ ঘণ্টার চেষ্টা চালিয়ে ৬৭ ইঞ্চি লম্বা ওই ঘরে অক্সিজেনপূর্ন হাওয়া ভরতে সক্ষম হয়েছেন। এবার তাই বড় আকারের ঘর
তৈরি ভাবনা রয়েছে নাসা’র। চাঁদ বা মঙ্গলগ্রহ অভিযানে গিয়ে মহাকাশচারীরা যাতে পৃথিবীর আবহাওয়া পেতে পারেন তার জন্য বেশ কিছুদিন ধরেই এই চেষ্টা চালাচ্ছিল নাসা। সেই চেষ্টা এবার সফল হল বলেই সংস্থার সূত্রে জানানো হয়েছে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থা এই ঘর তৈরি করছে। পুরোপুরি তৈরি হয়ে গেলে ঘরটির আয়তন দাড়াবে ১৩ ফুট লম্বা এবং ১০.৫ ফুট চওড়া। খুব তাড়াতাড়ি এই ঘরটি ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে বলে মনে করা হচ্ছে।

No comments

Powered by Blogger.