বলিউড তারকা ‘বিইং সালমান’
বলিউড তারকা সালমান খানের জীবনী বই আকারে প্রকাশ করার ঘটনা বর্ণাঢ্যই বটে। পঞ্চাশ বছরের জীবনে অসংখ্যবার প্রেমে পড়েছেন, নানা বিতর্কে জড়িয়ে জেলও খেঁটেছেন, আবার সমাজসেবক হিসেবেও নানা ভূমিকা আছে তাঁর। তাঁর জীবনের এসব খুঁটিনাটি
নিয়ে এবার একটি বই প্রকাশ হতে যাচ্ছে। বইটির নাম ‘বিইং সালমান’। ২৭ ডিসেম্বর এই অভিনেতা জীবনের অর্ধ শতকে পৌঁছাবেন, এদিনই তাঁর জীবনীর মোড়ক উম্মোচন করা হবে।
সালমান খানের এই জীবনীমূলক বইটি লিখেছেন জসীম খান। একটি সূত্র জানিয়েছে, এখানে সালমানের ব্যাক্তিগত এবং পারিবারিক জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে।
সালমান বলিউডে পা রাখেন ১৯৮৮ সালে, ‘বিবি হো তো অ্যয়সি’ ছবির মাধ্যমে। তবে তিনি আলোচনায় আসেন সুরুজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (১৯৮৯) তে প্রেম চরিত্রে অভিনয়ের করে। দীর্ঘ ষোল বছর পর আবারও এই পরিচালকের সঙ্গে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে কাজ করেছেন এবছর। চলতি বছর মুক্তি পাওয়া সালমানের আরেকটি বড় হিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’। ভারতের বক্স অফিসে এই ছবির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
নিয়ে এবার একটি বই প্রকাশ হতে যাচ্ছে। বইটির নাম ‘বিইং সালমান’। ২৭ ডিসেম্বর এই অভিনেতা জীবনের অর্ধ শতকে পৌঁছাবেন, এদিনই তাঁর জীবনীর মোড়ক উম্মোচন করা হবে।
সালমান খানের এই জীবনীমূলক বইটি লিখেছেন জসীম খান। একটি সূত্র জানিয়েছে, এখানে সালমানের ব্যাক্তিগত এবং পারিবারিক জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে।
সালমান বলিউডে পা রাখেন ১৯৮৮ সালে, ‘বিবি হো তো অ্যয়সি’ ছবির মাধ্যমে। তবে তিনি আলোচনায় আসেন সুরুজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (১৯৮৯) তে প্রেম চরিত্রে অভিনয়ের করে। দীর্ঘ ষোল বছর পর আবারও এই পরিচালকের সঙ্গে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে কাজ করেছেন এবছর। চলতি বছর মুক্তি পাওয়া সালমানের আরেকটি বড় হিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’। ভারতের বক্স অফিসে এই ছবির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
No comments