শ্রদ্ধা-আলিয়ার নীরব লড়াই
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে মহেশ ভাটকন্যা আলিয়া ভাটের। অন্যদিকে ১৯৯০ সালের সুপারহিট ছবি ‘আশিকি’র সিক্যুয়াল ‘আশিকি টু’র মাধ্যমে রুপালি পর্দায় আসেন শক্তি কাপুর তনয়া শ্রদ্ধা কাপুর। বলিউডে এখন জোর গুঞ্জন চলছে, এই দুই অভিনেত্রীর মধ্যে নাকি
চলছে নীরব লড়াই। সেটাও এক অভিনেতাকে নিয়ে। আলিয়া-শ্রদ্ধা নীরব লড়াইয়ের সেই অভিনেতার নাম সিদ্ধার্থ কাপুর। এই মুহূর্তে ‘রক অন টু’ ছবির সফলতা-ব্যর্থতা নিয়েই ভাবছেন শ্রদ্ধা। এসব কিছুর মধ্যেও তিনি জানান, ‘এক ভিলেন’ ছবির পর সিদ্ধার্থ ও তাকে নিয়ে নতুন আরেকটি ছবির কথাবার্তা হয়। কিন্তু এতে আপত্তি জানান আলিয়া। কারণ ‘এক ভিলেন’-এর শুটিংয়ের সময়টাতে শ্রদ্ধা-সিদ্ধার্থের ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। পরবর্তীকালে আলিয়ার মধ্যস্থতায় ছবিটি বন্ধও হয়ে যায়। ঝামেলার সূত্রপাত হয়েছে তখন থেকেই।
তবে তার আগে থেকে আলিয়া-শ্রদ্ধার মধ্যে প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডিই ছিল। সম্প্রতি কারিনা কাপুর খান একটি টেলিভিশন শোতে বলেছেন, সফল তরুণ অভিনেত্রী হিসেবে সবাই আলিয়ার প্রশংসা করছে। কিন্তু তিনি শ্রদ্ধার নাম বলতে চান। তাতে করে শ্রদ্ধাকে দ্বিতীয়ের আসনেই রাখা হয়। কিন্তু এর মধ্যে কোনো অনিশ্চয়তা দেখছেন না শ্রদ্ধা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়ার কাজ আমারও খুব পছন্দ। যখনই তার সঙ্গে দেখা হয়, আমরা আড্ডা দিই। আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই।’
আলিয়া সম্পর্কে শ্রদ্ধা কিছু না বললেও এটাও সত্য যে, ‘উড়তা পাঞ্জাব’ ছবির পর সবাই শুভেচ্ছা পাঠালেও আলিয়াকে কোনো টেক্সট করেননি শ্রদ্ধা। আলিয়ার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ নিয়েও শ্রদ্ধার কোনো উৎসাহ নেই।
চলছে নীরব লড়াই। সেটাও এক অভিনেতাকে নিয়ে। আলিয়া-শ্রদ্ধা নীরব লড়াইয়ের সেই অভিনেতার নাম সিদ্ধার্থ কাপুর। এই মুহূর্তে ‘রক অন টু’ ছবির সফলতা-ব্যর্থতা নিয়েই ভাবছেন শ্রদ্ধা। এসব কিছুর মধ্যেও তিনি জানান, ‘এক ভিলেন’ ছবির পর সিদ্ধার্থ ও তাকে নিয়ে নতুন আরেকটি ছবির কথাবার্তা হয়। কিন্তু এতে আপত্তি জানান আলিয়া। কারণ ‘এক ভিলেন’-এর শুটিংয়ের সময়টাতে শ্রদ্ধা-সিদ্ধার্থের ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। পরবর্তীকালে আলিয়ার মধ্যস্থতায় ছবিটি বন্ধও হয়ে যায়। ঝামেলার সূত্রপাত হয়েছে তখন থেকেই।
তবে তার আগে থেকে আলিয়া-শ্রদ্ধার মধ্যে প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডিই ছিল। সম্প্রতি কারিনা কাপুর খান একটি টেলিভিশন শোতে বলেছেন, সফল তরুণ অভিনেত্রী হিসেবে সবাই আলিয়ার প্রশংসা করছে। কিন্তু তিনি শ্রদ্ধার নাম বলতে চান। তাতে করে শ্রদ্ধাকে দ্বিতীয়ের আসনেই রাখা হয়। কিন্তু এর মধ্যে কোনো অনিশ্চয়তা দেখছেন না শ্রদ্ধা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়ার কাজ আমারও খুব পছন্দ। যখনই তার সঙ্গে দেখা হয়, আমরা আড্ডা দিই। আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই।’
আলিয়া সম্পর্কে শ্রদ্ধা কিছু না বললেও এটাও সত্য যে, ‘উড়তা পাঞ্জাব’ ছবির পর সবাই শুভেচ্ছা পাঠালেও আলিয়াকে কোনো টেক্সট করেননি শ্রদ্ধা। আলিয়ার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ নিয়েও শ্রদ্ধার কোনো উৎসাহ নেই।
No comments