প্লাস্টিক দিয়ে তৈরি করুন ডুপ্লিকেট চাবি (ভিডিও)

বাসার বাইরে যখন আমরা থাকি, তখন বাসার নিরাপত্তায় আমাদের তালা ব্যবহার করতে হয়। কিন্তু কখনো অনিচ্ছাকৃতভাবে তালার চাবি হারিয়ে গেলে ভোগান্তি আর শেষ থাকে না।
সেজন্য সবসময় একাধিক চাবি রাখাটা জরুরি। তালার সঙ্গে একাধিক চাবি দেয়া হলেও, অনেক সময় মূল চাবিটা
বাদে একাধিক চাবি হারিয়ে যায়।
তাছাড়া বড় পরিবার কিংবা মেসে যারা থাকেন, তাদের প্রত্যেকের জন্য তালার একাধিক চাবি বানানোটাও খরচের ব্যাপার। সেক্ষেত্রে খরচ সাশ্রয়ের জন্য চাইলে ঘরে নিজেই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন তালার একাধিক ডুপ্লিকেট চাবি।
ভাবছেন, এটা কীভাবে সম্ভব? কারণ ডুপ্লিকেট চাবি যেখানে মিস্ত্রীরা বানায়, সেখানে আপনি কীভাবে ঘরে বসে নিজেই ডুপ্লিকেট চাবি বানাবেন। তাও আবার সহজ উপায়ে প্লাস্টিক দিয়ে!

No comments

Powered by Blogger.